হামিদ কাইছার মহেশখালী :
মহেশখালী উপজেলার গহীন পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে মাদকের আস্তানা। এ সময় একটি দেশিয় তৈরি অস্ত্র, ছয়টি গুলাবারুদসহ ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।
মহেশখালী থানা পুলিশ জানা যায়, মঙ্গলবার দিবারাত্রি তিনটার দিকে কেরুনতলীস্থ গহীন পাহাডে গোপন সুত্রে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি দেশিয় তৈরি অস্ত্র, ছয়টি গুলি, দুটি ধারালো অস্ত্রসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়াও ১৫০ লিটার চোলাই মদ, তৈরির সরঞ্জাম ৩০০ লিটার উপাদান (ওয়াশ) জব্দ করা হয়। অতপরঃ মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আজ বুধবার সকালে পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক দুটি মামলা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন (৪১), দুলাল দে (৩৮), জসিমম উদ্দীন (৩৬) ও মোঃ শরীফ (৫৫)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন যাবৎ এ পেশায় নিয়োজিত এবং পেশাদার মাদক ব্যবসায়ী। পাহাড়ের গহীনে কারখানায় চোলাই মদ তৈরি করে তাঁরা দীর্ঘ দিন ধরে মহেশখালীসহ কক্সবাজারের উপকূলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। অপরাধিদের বিন্দু পরিমানও ছাড় দেওয়া হবে না।