শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

চকরিয়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

নিউজ রুম / ৪৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় চিরকুট লিখে দিয়ে মহি উদ্দিন (২৪) নামের এক যুবকে আত্মহত্যা।পরে লাশটি উদ্ধার করেন পুলিশ।

শনিবার(৪ ফ্রেরুয়ারী)বিকেল ৩টার দিকে পৌরশহরের সিটি মার্কেটের ৪র্থ তলার সিটি পার্ক নামের আবাসিক হোটেলের ৪১৫ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি নিজের নাম মহি উদ্দিন, পিতার নাম পিয়ার মোহাম্মদ, থানা- রামু, ইউনিয়ন- গর্জনিয়া, জেলা- কক্সবাজার বলে হোটেলের রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন হোটেলে উঠেন।এরপর ছেলেটির স্বাভাবিকভাবে চলাফেরা দেখি।
কিন্তু ঘটনার দিন দুপুরে ১২টার দিকে হোটেল বয় রুম চেকিং করতে যায়।রুমের দরজা ভিতর থেকে লক থাকায়,সে দরজাটি নাড়াচাড়া করেন এবং ভাইজান-ভাইজান শব্দ ডেকেছেন।এতে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বিষয়টি ম্যানেজারকে জানান।তারপর হোটেলের ম্যানেজার বিষয়টি চকরিয়া থানায় জানান।সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই কামরুল হাসান হোটেলে দরজা ভেঙ্গে রুম ডুকলে কেবিনে মৃহদেহ দেখে উদ্ধার করেন।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করি।এসময় লাশের পাশে একটি চিরকুট লেখা কপি উদ্ধার করি।ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর ব্যবস্হা চলছে।চিরকুট নিহত যুবক লিখেছেন করিম নামের এক বন্ধুর নেতৃত্বে মহি উদ্দিনের কাছ থেকে ২লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। পরে টাকাগুলো উদ্ধারের জন্য মহি উদ্দিন চকরিয়া এসে করিমের মোবাইলে ফোন দেওয়ার পরও ফোন রিসিভ না করায়,সে মানষিক যন্ত্রণা সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে তার লিখে যাওয়া চিরকুটে ছিনতাইকারী করিমের ঠিকানা চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা লিখে গেছে এবং তার দুটি মোবাইল নাম্বার লিখে গেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর