নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য মনোনীত হয়েছেন তরুণ রাজনীতিবিদ ও জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক এস এম গিয়াস উদ্দিন আফসেল। জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. বিমল কুমার প্রামানিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভায় এস এম গিয়াস উদ্দিন আফসেলকে কমিটিতে স্থানীয় প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক মনোনীত করেছেন।