জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালুভর্তি ডাম্পার গাড়ী জব্দ করেন সংশ্লিষ্ট বনবিভাগ।যার গাড়ী নং-চট্রমেট্রো ড-৭৫৪।এসময় চালকের এক সহকারীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ স্হানীয়দের।
শুক্রবার (১৭ ফ্রেরুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চা-বাগান এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়।
স্হানীয়দের বরাত দিয়ে স্হানীয় দুই সংবাদকর্মী জানান,কক্সবাজার উত্তর বনবিভাগ ও সীমান্তবর্তী লামা বনবিভাগের ভূমির উপর দিয়ে প্রবাহমান ২/৩টি ছড়া-খাল রয়েছে।চকরিয়ার ডুলাহাজারা ও লামার ফাঁসিয়াখালী ইউপিস্হ অবৈধ কিছু বালুখেকোরাই ওই ছড়া/খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে।পরে ডাম্পার গাড়ী যোগে তা পাচার করে প্রতিনিয়ন।
সাধারণ জনগণ ও স্হানীয় সংবাদকর্মীদের অজস্র অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে বালুভর্তি এই গাড়ীটি জব্দ সহ চালককের সহকারী এক ব্যক্তিকে আটক করেন সংশ্লিষ্ট ডুলাহাজারা ভারপ্রাপ্ত বিটকর্মকর্তা অবনি কুমার।জনগণের সামনে চালককের সহকারীকে আটক করে,রেঞ্জ কার্যালয়ে এনে মোটা অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ স্হানীয়দের।বালু উত্তোলন ও পাচারের বিষয়ের নীরব থাকা প্রশাসনের অভিযানে বালুভর্তি ডাম্পার গাড়ী জব্দ সহ চালককের এক সহকারী আটকের পরে ছেড়ে দেওয়া এ কেমন নাটক বলে প্রশ্ন তুলেন স্হানীয়রা।
এবিষয়ে ভারপ্রাপ্ত বিটকর্মকর্তা অবনি কুমার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চা-বাগান এলাকা থেকে গাড়ীটি জব্দ করি।জব্দ করার পূর্বে অভিযান টের পেয়ে চালক পালিয়ে গেছে।তবে চালকের সহকারী লোক আটকের কথা অস্বীকার করেছেন তিনি।