কল্লোল দে :
বৃহস্পতিবার সকাল ১১ টায় কক্সবাজার পর্যটন এলাকায় ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে টহল জোরদার করেছে র্যাব-১৫।
প্রায় ২৫ জনের একটি টিম কলাতলী ডলফিন মোড় হয়ে সুগন্ধা পয়েন্টের বিভিন্ন স্থানে অবস্থান নেন। সেখানে আগত দেশি-বিদেশী পর্যটকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারের সার্ভিক নিরাপত্তার বিষয় তাদের তুলে ধরেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল আন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
এসময় আবু সালাম চৌধুরী বলেন- ঈদকে সামনে রেখে বেড়াতে আসা কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি জোরদারের স্বার্থে অন্যান্য প্রশাসনিক টিমের পাশাপাশি র্যাবও কাজ করে যাচ্ছে। যাতে পর্যটকরা নির্বিঘ্নে তাদের সময় কাটাতে পারে।
পর্যটক খাতকে সমৃদ্ধ করতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা জোরদারে র্যাবও সবসময় মাঠে কাজ করে যাচ্ছে।
এসময় র্যাব দেশের নানা প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের সাথে কথা বলেন। তাদেরকে নিরাপত্তা বিষয়ে সচেতন করেন।