শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

মহেশখালীর ধলঘাটা ইউপি নির্বাচন, আঃ লীগের প্রার্থী আহছান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত,

নিউজ রুম / ৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
আইনগত জটিলতায় দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া কক্সবাজারের বহুল আলোচিত মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পার্শ্ববর্তী ইউনিয়ন মাতারবাড়ি পুলিশ ক্যাম্পে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আহছান উল্লাহ বাচ্চু মোট ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছেন ২৬৬৪ ভোট।
জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়ন দুটিতে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে ধলঘাটা ইউনিয়নটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। বিগত ২০১৬ সালে সর্বশেষ ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কামরুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ধলঘাটার ১টি ওয়ার্ড সাগরে বিলীন হয়েছে মর্মে আদালতে মামলা করলে সঠিক সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। মেয়াদ উত্তীর্ণের ২ বছর পর মামলা বাতিল হওয়ায় নির্বাচনের তফসীল ঘোষণা করে গতকাল ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন ও সাধারণ সদস্য আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি কেন্দ্রে মোট ২৮ টি বুথে ৯৮৯৯ জন ভোটার রয়েছে। তাৎমধ্যে পুরুষ-৫৪১৪ জন, মহিলা-৪৪৮৫ জন। মোট ভোটার ৯৮৯৯ জন।
রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল বলেন, সরাসরি ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত ধলঘাটা ইউপি নির্বাচনে কোথাও কোন প্রকার গোলযোগ বা নিয়মের খবর পাওয়া যায়নি। কোন প্রকার বিশৃঙ্খলা বিহীন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, সার্বিক আনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর নজরদারিতে থাকায় সুশৃঙ্খল একটি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। নির্বাচন উপলক্ষে ধলঘাটায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর