জিয়াউল হক জিয়া, চকরিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের, ফাসিয়াখালী রেঞ্জাধীন ডুলাহাজারা বনবিটের বন জাগিদার (ভিলেজার) নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীর সমর্থনে অবশেষে পুনরায় হেডম্যান নির্বাচিত হলেন বর্তমান হেডম্যান দলিল আহমদ। বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) সকাল ১০টার সময় ফাসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। অফিস সূত্রে জানা যায়, ডুলাহাজারা বন বিটের ২৮ জইন্যা ভিলেজারের মধ্যে হেডম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান হেডম্যান দলিল আহমদ প্রতিক পেয়েছেন হাতি। প্রতিদ্বন্দি প্রার্থী আবদু রাজ্জাক পেয়েছেন মোরগ। কার্যালয়ে উপস্থিত ২৮জইন্যা ভিলেজারের সামনে আবদু রাজ্জাক বর্তমান হেডম্যান দলিল আহমদকে লিখিত সমর্থন দিয়েছেন। বিধায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় হেডম্যান নির্বাচিত হিসেবে দলিল আহমদ বিজয়ী হন। ডুলাহাজারা বনবিটের বিট কর্মকর্তা আবুল কালাম জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, ২০২৩ সালের শেষার্ধে হেডম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে যাচাই-বাচাইর পর ২জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার মনোনয়ন পান। পরে তাদের মধ্যে প্রতিক বরাদ্দও দেওয়া হয়। এরপর ২জনের মধ্যে সমন্বয় হয়ে যাওয়ায় পুনরায় বর্তমান হেডম্যান দলিল আহমদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এসময় ফাসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন, উক্ত কার্যালয়ের স্টাপগণ ও সাংবাদিক মো: শাহা আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভিলেজারগণ উপস্থিত ছিলেন।