শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

সৈকত পরিচ্ছন্নতা ও ভাঙনরোধে ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ রুম / ৯৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারে সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা বিষয়ে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সৈকত পরিচ্ছন্নতা ও বৃক্ষ হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন এডিসন গ্রুপ সিম্ফনি।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন অতি জরুরী। এছাড়াও পরিবেশের প্রতি সচেতনতা তৈরি একান্ত প্রয়োজন। তাই সৈকতে বেড়াতে আসা পর্যটক-দর্শনার্থীরা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে যার যার অবস্থান থেকে সৈকত পরিচ্ছন্ন রাখলে সবার জন্য ভালো হয়।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মসূচি একবার নয় বরং দীর্ঘমেয়াদী করলে ভালো হয়। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা একটু সচেতন হলেই সুন্দর ও মনোরম পরিবেশ সৃষ্টি হয়। আর বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের উপর সচেতনতা অবলম্বন করা আমাদের সকলের উচিত।’
সিম্ফনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘কক্সবাজারে লাখ লাখ পর্যটক আসে। তারা যেন সৈকতে ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য তাদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। সমুদ্রসৈকত আমাদের জাতীয় সম্পদ। এটিকে ভালো রাখা আমাদের সকলের দায়িত্ব। এছাড়া জলবায়ু পরিবর্তন, সমুদ্রতীর ভাঙন রোধে বৃক্ষরোপনের উদ্যোগ হাতে নিয়েছি আমরা।’
এসময় কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর