কক্সবাজারের ৩ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

bdworldbdworld
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৯ PM, ২৩ এপ্রিল ২০২৪
oplus_1024

সাকলাইন আলিফ :

সারাদেশে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের ৩ উপজেলায় আগামী ৮ মে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ওই তিন উপজেলার ২৬ প্রার্থীর মধ্যে আজ প্রতীক  বরাদ্দ দেওয়া হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ ভাইস চেয়ারম্যান।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথম ধাপে অনুষ্ঠিত কক্সবাজারের ৩ উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এ প্রতীক বরাদ্দ দেন।

কক্সবাজার সদর উপজেলায় তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে আনারস প্রতীক পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, অপর চেয়ারম্যান প্রার্থী নুরুল আবসার (মোটরসাইকেল) কায়সারুল হক জুয়েল (দোয়াত কলম)। এই উপজেলায় আর কোন ভাইস চেয়ারম্যান প্রার্থী না থাকায় সাবেক ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চম্পা উদ্দিন (কলস) ও রুমেনা আক্তার (ফুটবল)।

মহেশখালী উপজেলা:

এখানে চেয়ারম্যান পদে রয়েছে ৫, ভাই চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন।

চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল নিশান (চিংড়ি). মোহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী (মোটর সাইকেল), মোহাম্মদ জয়নাল আবেদীন ( দোয়াত কলম), মোঃ শরীফ বাদশা (আনারস), মোহাম্মদ হাবিবুল্লাহ ( ফেজ টুপি)।

ভাইস চেয়ারম্যান পদে মইন উদ্দিন তোফায়েল (উড়োজাহাজ), মিফতাহুল করিম বাবু (মাইক), মোঃ আবু সালেহ (বই), মোহাম্মদ জাহেদুল হুদা (চশমা), শাহজাহান পারুল (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম (প্রজাপতি), মনোয়ারা বেগম (কলস), মেনুয়ারা মিনু (ফুটবল)।

কুতুবদিয়া উপজেলা:

চেয়ারম্যান প্রার্থী তিনজন, ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন ও মহিলা ভাই চেয়ারম্যান প্রার্থী দুইজন।

চেয়ারম্যান প্রার্থী আসহাব উদ্দিন (আনারস), মোঃ হানিফ বিন কাসেম (ঘোড়া), মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আকবর খাঁন (উড়োজাহাজ), জুনাইদুল হক (চশমা), ফরিদ উদ্দিন তালুকদার (বই)।

মহিলা ২২ চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) ও হাসিনা আক্তার (কলস)।

আপনার মতামত লিখুন :