রাত পোহালেই কক্সবাজারের ৩ উপজেলা নির্বাচন

bdworldbdworld
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৮ PM, ০৭ মে ২০২৪

শাকিল মোয়াজ্জেম :

কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই তিন উপজেলায় ভোটগ্রহণ কাল ৮ মে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর‌্যন্ত ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এ ভোটগ্রহণ। প্রথম ধাপের এ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইভিএমসহ সকল নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং সংরক্ষিত ( মহিলা) ভাইস চেয়ারম্যান ৮ প্রার্থী মাঠে রয়েছেন। এ তিন উপজেলায় মোট ভোটার ৫ লক্ষ ৭৭ হাজার ৪৯৬ জন৷ যার মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ২২ হাজার ৮শ ৬৮ জন। মহেশখালী উপজেলায় ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৯৭ হাজার ১৭০ জন ভোটার। এ তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২০৪ টি। যার মধ্যে সদরে ৮৬ টি, মহেশখালীতে ৮১ টি এবং কুতুবদিয়ায় ৩৭ টি কেন্দ্র।

আপনার মতামত লিখুন :