শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
Oplus_0

বিডি প্রতিবেদক :
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই স্লোগানে
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ সকালে রেলি ও আলোচনা সভা হয়েছে।
সকালে বের করা হয় বর্ণাঢ্য রেলি।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে কক্সবাজার জেলা জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের শহীদস্মরণী সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয় এই বর্ণাঢ্য র‍্যালী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ শাহীন ইমরান, জেলা প্রশাসক, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,সিভিল সার্জন, কক্সবাজার এর প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ,জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল হক,নেকম এর উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমানকসহ কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর