শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

পেকুয়ায় দূর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কর্মশালা

নিউজ রুম / ৩০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

কক্সবাজারের পেকুয়ায় দূর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায়
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মাহাবুল করিম,নারী ভাইস চেয়ারম্যান, ইয়াসমিন সোলতানা,সিপিপি পেকুয়া উপজেলা টিম লিডার,আবুল কাসেম সিকদার।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
বক্তব্য রাখেন,বারবাকিয়া ইউপি চেয়ারম্যান, মাওলানা বদিউল আলম,সাংবাদিক প্রতিনিধি এফ এম সুমন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাফায়াতে আজিজ রাজু বলেন, সিপিপি ও রেড় ক্রিসেন্ট সেচ্ছাসেবকরা দূর্যোগময় মুহুর্তে নিজের জীবন বাজি রেখে কাজ করে এটি সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, দূর্যোগে ব্যবহৃত সকল সরঞ্জামের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,
উপজেলার ৪ টি ইউনিয়ন উপকূলীয় ও ৩টি ইউনিয়ন পাহাড় বেষ্টিত অঞ্চল, পেকুয়া দূর্যোগ প্রবণ এলাকা হওয়ায় এখানকার মানুষের প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে জীবন অতিবাহিত করতে হয়,পাহাডে যারা ঝুকিপূর্ণভাবে বসবাস করছে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে ও পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ ও সকল দূর্যোগে সকলকে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহযোগিতায়
অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন, ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির কর্মকর্তা,যুব রেড ক্রিসেন্ট টিমের টিম লিডারসহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর