শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

পেকুয়ায় দূর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কর্মশালা

নিউজ রুম / ৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন :

কক্সবাজারের পেকুয়ায় দূর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায়
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মাহাবুল করিম,নারী ভাইস চেয়ারম্যান, ইয়াসমিন সোলতানা,সিপিপি পেকুয়া উপজেলা টিম লিডার,আবুল কাসেম সিকদার।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
বক্তব্য রাখেন,বারবাকিয়া ইউপি চেয়ারম্যান, মাওলানা বদিউল আলম,সাংবাদিক প্রতিনিধি এফ এম সুমন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাফায়াতে আজিজ রাজু বলেন, সিপিপি ও রেড় ক্রিসেন্ট সেচ্ছাসেবকরা দূর্যোগময় মুহুর্তে নিজের জীবন বাজি রেখে কাজ করে এটি সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, দূর্যোগে ব্যবহৃত সকল সরঞ্জামের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,
উপজেলার ৪ টি ইউনিয়ন উপকূলীয় ও ৩টি ইউনিয়ন পাহাড় বেষ্টিত অঞ্চল, পেকুয়া দূর্যোগ প্রবণ এলাকা হওয়ায় এখানকার মানুষের প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে জীবন অতিবাহিত করতে হয়,পাহাডে যারা ঝুকিপূর্ণভাবে বসবাস করছে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে ও পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ ও সকল দূর্যোগে সকলকে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহযোগিতায়
অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন, ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির কর্মকর্তা,যুব রেড ক্রিসেন্ট টিমের টিম লিডারসহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর