চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া থানার নিয়মিত অভিযানে ১কেজি ২শত গ্রাম গাজাঁ সহ এক নারী আর পরোয়ানাভূক্ত ৫আসামীকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার (৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজাঁসহ আসামীদের কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-কবির আহমদ (৮০) উপজেলা কৈয়ারবিল ইউপির ৭নং ওয়ার্ডের ইসলাম নগর এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে।গাজাঁ সহ আটক নারী ছেনুয়ারা বেগম (৫০) একই ইউপির একই ওয়ার্ডের কবির আহম্মদের স্ত্রী।আব্দুল হামিদ বাবুল (৩৭) ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের খন্দকার পাড়ার আমিরুজ্জামানের ছেলে। আবদুল মোনাফ (২৫) একই ইউপির ৯নং ওয়ার্ডের ছাইরাখালী এলাকার হলেন-কবির আহমদ (৮০) উপজেলা কৈয়ারবিল ইউপির ৭নং ওয়ার্ডের ইসলাম নগর এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে।গাজাঁ সহ আটক নারী ছেনুয়ারা বেগম (৫০) একই ইউপির একই ওয়ার্ডের কবির আহম্মদের স্ত্রী।আব্দুল হামিদ বাবুল (৩৭) ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের খন্দকার পাড়ার আমিরুজ্জামানের ছেলে। আবদুল মোনাফ (২৫) একই ইউপির ৯নং ওয়ার্ডের ছাইরাখালী এলাকার
শাহ আলমের ছেলে। মোঃ বাহাদুর আলম (৪৫) পৌরসভার ৪নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার মৃত আকবর আহমদের ছেলে ও আব্দুর রহিম (৪২) পৌরসভার সওদাগর ঘোনা এলাকার মোজাহের আহমেদের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুর কাদের ভূইঁয়া।
তিনি জানান-কবির আহমদ (৮০) ও ছেনুয়ারা বেগম (৫০) এর বিরুদ্ধে থানার মামলা নং-১/২৪ইং ধারা-৩৬ (১) সারণির ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রেকর্ড করা হয়েছে। আব্দুল হামিদ বাবুল (৩৭) এর বিরুদ্ধে থানার মামলা নং-৫২/২৪ইং,আবদুল মোনাফ (২৫) এর বিরুদ্ধে সিআর মামলা, মোঃ বাহাদুর আলম (৪৫) এর বিরুদ্ধে জিআর মামলা এবং আব্দুর রহিম (৪২) এর বিরুদ্ধে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আটক করা হয়েছে।
পরে একই দিনে ধৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।