শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

চকরিয়ায় অস্ত্র সহ ৩ ডাকাত ও ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে আটক করেন থানা পুলিশ

নিউজ রুম / ৩৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৩ জন ডাকাত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে আটক করেন থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারী) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। তৎমধ্যে সাহারবিল ইউপির ৭নং ওয়ার্ডের শাহাপুরা এলাকাস্হ সাবেক মেম্বার মমতাজ এর বাড়ির ১০০ গজ পশ্চিমে ফাঁকা পাকা রাস্তার উপর গণডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অবৈধ অস্ত্রসহ ৩জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতেরা হলেন-তায়েফুল ইসলাম (২২) উপজেলার চিরিংগা ইউপির ৭নং ওয়ার্ডের বিনামারা পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে,মোঃ জসিম উদ্দিন (৩৪) ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহ কাটা এলাকার গোলাম কাদেরের ছেলে ও ইসমাইল হোসেন টিপু (৩৫) পৌরসভার ৬নং ওয়ার্ডের খামার পাড়ার মৃত আকরমের ছেলে।
ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন-মোঃ ইউনুছ (৪০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া এলাকার মোঃ হোসেন প্রকাশ মধুর ছেলে,মোহাম্মদ কাইছার(৪০) সাহারবিল ইউপির ৬নং ওয়ার্ডের পশ্চিম মাইজঘোনা এলাকার আবুল ফজলের ছেলে ও শাহজানা প্রঃ মোঃ ফরিদ উদ্দিন, পূর্ব বড় ভেওলা ইউপির ঈদমণি এলাকার নুরুল হোসেনের ছেলে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া জানান-ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩জন ডাকাত থেকে ১টি রাইফেলের গুলি যার পারকিউশন ক্যাপের পিছনে খোদাই করা বিওএফ-১৮ লেখাসহ আরো অস্পষ্ট লেখা রয়েছে। এছাড়াও ১টি ৪১ইঞ্চি কাঠের বাট লাগানো তরবারি আরেকটি ৩০ ইঞ্চি কাঠের বাটে দা,যা লাল ট্যাপ মোড়ানো ছিল এবং ৩০ ইঞ্চি লম্বা লোহার বাট লাগানো কিরিচ পাওয়া গেছে।ধৃতদের বর্নিত বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়,যার মামলা নং-৪২/২৫ইং।
পরে আটক ওয়ারেন্টভূক্ত ৩ আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে আটক করা হয়েছে।
আটক সকলকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর