বিডি প্রতিবেদক চকোরিয়া :
যে সময়ে পরিবারের মা, ভাই-বোন ও স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসার করছেন।ঠিক সেই সময় অজান্তে শরীরে বাসা বেঁধেছে মরণব্যধি রোগ লিভার ক্যান্সারে।
দিন-দিন শারিরীক অবস্হার অবনতি দেখে ডাক্তারের কাছে গেলে,টেষ্টে ধরা পড়ে মরণব্যধি এই রোগ।
তাই চকরিয়ার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ সাবেক ছাত্রনেতা এম.শাহজাহান মনির সকলের কাছে মানবিক সাহায্য চেয়েছেন।তার সংসারের
ফুটফুটে এক কন্যা সন্তান উসিলায়,আপনাদের আর্থিক সহযোগিতা নিয়ে আল্লাহর সহায়তে বাঁচতে চান।
শাহজাহান মনির চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের তরছঘাটার বাসিন্দা।নিন্মে দেওয়া নাম্বারে যোগাযোগ করুণ।যার যোগাযোগ নাম্বার 01839079999 ও 01812365031
পারিবারিক সূত্রে জানা গেছে,শাহজাজান মনিরকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।তবে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা দিতে পারছেনা বলে জানিয়েছেন।
তাই
দলমত নির্বিশেষে সকলের আন্তরিকতা ও আর্থিক সহযোগীতা পেলে বোধয় চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া সম্ভব হবে।অন্যথায় তার জীবন বিপন্নতা চিকিৎসার অবহেলায় হবে।