শিরোনাম :
৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গাঁজাসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জুলাই গনহত্যার বিচার তরান্বিত করে সাম্য ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে উখিয়ায় সংবাদ সম্মেলন কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ সমাবেশ বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান মালুমঘাটে সৌদিয়া বাস আর জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-,আহত-২ অপহরণকারী গ্রেফতার

“শাক দিয়ে মাছ ঢাকা যায় না..দুদকে হাজির হয়ে বেরহওয়ার সময় এমপি জাফর

নিউজ রুম / ১২২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম স্ব-পরিবারে সম্পদের হিসেব দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ে এসেছিলেন।
এসময় এমপি জাফরের সাথে ছিলেন স্ত্রী শাহেদা বেগম, ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিন। কিন্তু সেখানে ২ ঘন্টা অবস্থানের পর জাফর একা বের হয়ে দ্রুত উঠে গেলেন গাড়িতে।

আর গাড়ীতে উঠার পর সংসদ সদস্য জাফর আলম গণমাধ্যম কর্মিদের উদ্দেশ্য করে বললেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এটাই লিখেন আপনারা।”
এ প্রথম বারের মতো জেলা পর্যায়ের দুদক কার্যালয়ে কোন সংসদ সদস্য ও তার পরিবার নিয়ে সম্পদের হিসাব দিতে হাজির হলেন। তা ও আবার সরকার দলীয় সংসদ সদস্য।

সংস্থাটির দেয়া নোটিশের প্রেক্ষিতে তিনি, তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার পর পর দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ে আসেন। আর বের হন বিকাল ২ টার পর।
এদিকে টানা সাড়ে ৩ ঘন্টা পর বিকাল সাড়ে ৩ টা দিকে বের হন জাফরের স্ত্রী ও দুই সন্তান।
এসময় তানভীর আহমদ সিদ্দিকী তুহিন গণমাধ্যম কর্মিদের প্রতি বিরূপ মন্তব্য করেন বলেন, “ছবি, ভিডিও বেশি-বেশি নেন; পরে দেখা যাবে।”
তানভীর আহমদ বলেন, “সরকারি মেগা-প্রকল্পে অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আমার পিতা (এমপি জাফর) প্রতিবাদ করেছেন। যারা ইতিমধ্যে দুদকে
জিজ্ঞাসাবাদের কবলে পড়েছেন। এদের একটি চক্র পিতা, মা সহ আমাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে। এর কোন ভিত্তি নেই।”
যাওয়ার সময় এমপি পুত্রও পিতার সুরে বলেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না।”
দুদকের তথ্য মতে, এমপি জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি জমি, চিংড়ির ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে
বিক্রির মাধ্যমে শাহেদা বেগম কোটি কোটি টাকার এসব অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠে।
প্রেক্ষিতে গত ২৪ আগস্ট দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে সংসদ সদস্য জাফর আলম, তাঁর স্ত্রী শাহেদা বেগম, ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিনকে ৪ সেপ্টেম্বর দুদকের কক্সবাজার কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দিতে বলা হয়েছিল। কিন্তু ওই দিন চকরিয়া উপজেলা
আওয়ামী লীগের সম্মেলন থাকায় এমপি জাফর দুদকে সময় চেয়ে আবেদন করেন।
যার প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর হাজির হওয়ার নতুন তারিখ নির্ধারণ করে সম্পদের হিসাব দিতে নোটিশ দেয়া হয়। ২০ সেপ্টেম্বর ১২ টায় এমপি, তাঁর স্ত্রী, ২
সন্তানকে নিয়ে দুদক কার্যালয়ে হাজির হন।
বিষয়টি নিয়ে কোন কথা বলতে রাজী হননি।
তবে দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
এ নিয়ে রিয়াজ বলেন, অভিযোগের ব্যাপারে এখনো কথা বলার সময় আসেনি।


আরো বিভিন্ন বিভাগের খবর