শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

জীবনের গল্প শুনিয়ে আলোড়ন সৃষ্টিকারী আরজে কিবরিয়া নিজেই জীবনের নিরাপত্তাহীনতায়

নিউজ রুম / ২২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

মুশফিক বাবু :
জীবনের গল্প শুনিয়ে আলোড়ন সৃষ্টিকারী আরজে কিবরিয়া নিজেই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করলেন।
কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। তার এই জিডির ঘটনায় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম পিপিএম জানান,
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে কক্সবাজার সদর থানায় উপস্থিত হয়ে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেন তিনি। ওসি জানান, আরজে কিবরিয়া, তার লিখিত সাধারণ ডায়েরিতে জানিয়েছেন, তিনি পরিবার নিয়ে হোটেল সাইমনের ১ হাজার ২ নাম্বার কক্ষে উঠেন। সেখানে তার স্ত্রী রাফিয়া লোরা (৩৭) তাকে কথা কাটাকাটির জের ধরে মারধর করে। এর পর
কন্যা আইমান (৭ ) কে গলা টিপে হত্যার চেষ্টা করেন। এর জেরে জাতীয় পরিষেবা ৯৯৯ এ কল দেন কিবরিয়া। পরে এ ঘটনায় সদর থানায় জিডিটি করেন তিনি।
জানা যায়, বুধবার সস্ত্রীক কক্সবাজার বেড়াতে আসেন আরজে কিবরিয়া, পরিবার নিয়ে তারা হোটেল সায়মনে ওঠেন। শুক্রবার তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে আরজে কিবরিয়ার ফোনে কল দেয়া হলে মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
যে আরজে কিবরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের জীবনের গল্প শোনায়, আজ তিনি নিজেই পরিবারের হাতে নির্যাতনের শিকার হলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর