বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা সিএমপি’র কোতোয়ালি থানার সাবেক ওসি নিজাম উদ্দিন ও বরইতলি ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত (নারী) সদস্যা খালেদা বেগমের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।
রবিবার (২৯জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বরইতলি ইউপির তেইল্লাকাটা ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এমইউপি সদস্যা খালেদা বেগম জানান,ঘটনার রাতে আমি বাড়ির ভিতরে বাহিরের লাইট জ্বালিয়ে দিয়ে একটি শালিসী বৈঠকে যায়।এশারের আজানের পরপর শালিস শেষ করে দ্রুত বাড়ী আসি।এসে দেখতে পাচ্ছি দরজা তালা ভাঙ্গা,দরজা খোলা।তখন বাড়ীতে ঢুকে দেখি রুমের সব জিনিসপত্র হযবরল হয়ে নিচে পড়ে আছে।এসময় চোরের দল দরজা সহ ড্রয়ারের দশটি তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্যসহ নানা জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।এলাকায় আমার সাথে কারো বিরোধ নেই।তাই আমি দীর্ঘ ২৫ বছর যাবৎ বরইতলি ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্যা হিসেবে নির্বাচিত।
চট্টগ্রামের সিএমপি সিটির স্পেশাল ব্রাঞ্চে ইন্সপেক্টর হিসাবে কর্মরত ওসি নিজাম উদ্দীন বলেন,আমার পরিবার সারা জীবন এলাকার মানুষের সেবা,সহযোগিতা দিয়ে যাচ্ছেন।কারো সাথে বিরোধ নেই।সবার সাথে সু-সম্পর্ক।হঠাৎ এমন জঘন্য কারা করছে মাথায় আসছে না। বিষয়টি সংশ্লিষ্ট দেখে আইনী ব্যবস্হা নিবেন।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,আমি ও চকরিয়া সার্কেল(এএসপি)মোঃ তফিকুল আলম স্যার সহ একটি পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখে এসেছি।চুরির বিষয়ে স্ব-কৌশলে খোঁজ খবর নেওয়া হচ্ছে।তাছাড়া এই ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Ziaul Hoque