বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া থেকে নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শহরের পশ্চিম বাহার ছড়ার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্বার করে পুলিশ।
নিহত নারী কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায়। তিনি উন্নয়ন সংস্থা ( এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।
প্রতিবেশীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, নিশাত একটি এনজিওতে সিকিউরিটি পদে চাকরী করেন। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন।রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এবিষয়ে ভবন মালিক গফুর সওদাগর বলেন, গত একমাস আগে আমার ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন,। ওই কক্ষে নিশাত একাই থাকতো। রাত সাড়ে ৯ টার দিকে আমার মেয়েরা জানালা দিয়ে নিশাতের মরদেহ ঝুলে থাকতে দেখে। পরে আমরা ৯৯৯ এ কল করি।
কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি তিনি আত্নহত্যা করছেন। তবে কি কারনে আত্নহত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।