জিয়াউল হক জিয়া :
দীর্ঘ আড়াই মাস ধরে সীমান্ত পার হয়ে দেশে ঢুকছে বার্মাইয়া চোরাই গরু,মহিষ।সীমান্তের অর্তেন্দ্র প্রহরী বিজিবি কঠোর পরিশ্রমে অভিযান অব্যাহত রেখেও,ঠেকা পারছেনা গরু পাচার।তারইবাহিকতায় আলী কদম বিজিবি অভিযান চালিয়ে অবৈধ ১৮টি গরু আটক করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ধুমচি খাল নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায়১৮টি বার্মিজ গরু আটক করা হয়। আটককৃত গরু গুলোর আনুমানিক ২৩ লক্ষ চল্লিশ হাজার টাকা হবে।
বিষয়টি নিশ্চিত করেন- আলীকদম ৫৭ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহীদুল ইসলাম পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত গরু গুলো ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্হার প্রক্রিয়াধীন চলছে।
নাম প্রকাশে অইচ্ছুক স্হানীয় সাংবাদিকেরা জানান,দীর্ঘ আড়াই মাস ধরে সিন্ডিকেটের মাধ্যমে বার্মাইয়া চোরাচালানি গরু সীমান্ত পার হয়ে দেশে ঢুকছে।যেগুলো ক্রমান্বয়ে আলীকদম-লামা হয়ে চকরিয়ার বিভিন্ন জনপথ দিয়ে পাচার হচ্ছে।পাশাপাশি নাইক্ষ্যংছড়ি হয়ে ঈদগড় থেকে ঈদগাহ,গর্জনীয়া থেকে রামুতে উঠে দেশের বিভিন্ন স্হানে পাচার হয়।তৎমধ্য লামার ফাঁসিয়াখালীর কিছু মেম্বার জড়িত,সাথে চকরিয়ার ডুলাহাজারা,সুরাজপুর,ফাঁসিয়াখালী,খুটাখালীর কিছু মেম্বার ও দলীয় নেতা-কর্মী জড়িত বার্মাইয়া চোরাচালানি গরুর ব্যবসা চলমান রেখেছেন বলে জানান।এরমধ্য লামার ফাঁসিয়াখালীতে ব্যবসা চলমান রাখতে খামার,চকরিয়া ঝণঝণি ব্রীজ সংলগ্ন স্হানে খামার খোলা হয়েছে বলে জানিয়েছেন।