শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

চকরিয়াতে অস্ত্রসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‍্যাব-১৫

নিউজ রুম / ৪৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের চকরিয়াতে অস্ত্র ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫।
এই সময় তাদের থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ১টি সিএনজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লাল ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের জাবের আহমদের ছেলে মোঃ সরওয়ার কামাল (৪২) ও চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মৌলভি আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের (৪৫)।

র‌্যাব-১৫ এর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃআবু সালাম চৌধুরী প্রেস ব্রিফিংনে বলেন,মহেশখালীর মাতারবাড়ি থেকে সিএনজিতে করে ব্যবসায়ীরা মাদক নিয়ে চকরিয়া হয়ে আসছে বলে খবর পায়। খবরের সত্যতা নিরুপনে র‌্যাব-১৫’র একটি অভিযানিক টিম মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়।’
চেকপোস্ট দেখে টের পেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।চালকের পালানোর অবস্হা দেখে র‌্যাব ধাওয়া করে তাকে আটক করেছে।এরপর সিএনজিটি তল্লাশি করলে,২টি দেশীয় তৈরি বন্দুক (এলজি),নগদ টাকা ও তিনটি মোবাইলসহ সরওয়ার কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অস্ত্র চকরিয়ার দুই ব্যক্তির কাছে হস্তান্তরের কথা বলে।পরে সিএনজিসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদের নামের আরেকজনকে আটক করা হয়।এসময় মো. বেলাল হোসেন (৪৮) এবং মো. নুরুল ইসলাম (৩২) পালিয়ে যান।’
তিনি আরো বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলেও স্বীকার করেছেন।আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার বলেন, ‘র‌্যাব-১৫’র একটি দল দুটি এলজি, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইলসহ দু’জনকে সন্ধ্যার পরে থানায় হস্তান্তর করেছেন।এছাড়া র‌্যাবের পক্ষ থেকে আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।কালকে আদালতে সোপর্দ্দ করা হবে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর