বিডি প্রতিবেদক :
দুটি মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে সাড়া ফেলেছেন মো. ফায়েজ মিয়া নামের এক ব্যক্তি।তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন পান দোকানদার।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ দিন আগে ফায়েজের ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল চুরি হয়ে হয়। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, ‘পান বিক্রি করে যা লাভ হয়, তা দিয়েই কোনোরকম সংসার চলে। আমার বসতঘর থেকে চোরেরা দুটি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় এলাকার কোনো লোক মোবাইল চুরি করে নিয়ে গেছে। তাই চোরদের লজ্জা দিতে মাইক ভাড়া করে এনে চোরদের ইচ্ছামতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘গত ৬ মাস আগে সমিতি থেকে ১০ হাজার টাকা এনেছিলাম। তখন ঘর থেকে টাকাগুলো চুরি হয়ে যায়। সেই টাকা এখনো পরিশোধ করতে পারিনি। এরই মধ্যে এবার দুটি মোবাইল চুরি হয়েছে। মোবাইলের জন্য বিবাহিত দুই মেয়েসহ জামাইদের সঙ্গে যোগাযোগও করতে পারিনি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘মোবাইল উদ্ধার করতে চাইলে থানায় জিডি করা প্রয়োজন। তিনি থানায় যোগাযোগ না করায় ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময় চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি।