জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ৬হাজার ইয়াবা সহ ছদ্মবেশী ফেরিওয়ালা মোঃ জুয়েল(৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেন থানা পুলিশ।
শুক্রবার(১৭ ফেব্রুয়ারী) সকালে সাড়ে এগোটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারাস্থ রিংভং চেকপোস্টের সামনে তাকে আটক করা হয়।
আটক-মোঃ জোয়েল(৩৫) মাদারীপুরের শিবচর থানার বন্দরখোলা ইউপির ছইতা মোল্লাকান্তি ৮নং ওয়ার্ড এলাকার মো:মোসলেম হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে,চকরিয়া থানার এস আই মোঃ কামরুল ইসলাম, এ এস আই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ রিংভং ভাঙ্গা বিল্ডিং বন বিভাগের চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর লেগুনা গাড়ি যাহার রেজিঃনং কক্স-ছ-১১-০৪-১৪ এর এ-২ গাড়ীর পিছনের সিটে বসা অবস্থায় একজন যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক জিজ্ঞাসাবাদের করা হয়। একপর্যায়ে তার স্বীকার মতে গাড়ির ছাঁদে তাহার হাড়িঁ পাতিল রাখার বাশেঁর ঝুঁড়ির মধ্যে ০২ টি কাগজের কার্টন বক্সের মধ্যে ৬হাজার ইয়াবা পাওয়া যায়।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পরে, একই দিন বিকেলে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Ziaul Hoque
Ziaul Hoque Zia