শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

“অবৈধ বালুভর্তি ডাম্পার জব্দ” : আটকের নামে এ কেমন নাটক

নিউজ রুম / ৪৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালুভর্তি ডাম্পার গাড়ী জব্দ করেন সংশ্লিষ্ট বনবিভাগ।যার গাড়ী নং-চট্রমেট্রো ড-৭৫৪।এসময় চালকের এক সহকারীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ স্হানীয়দের।
শুক্রবার (১৭ ফ্রেরুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চা-বাগান এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়।
স্হানীয়দের বরাত দিয়ে স্হানীয় দুই সংবাদকর্মী জানান,কক্সবাজার উত্তর বনবিভাগ ও সীমান্তবর্তী লামা বনবিভাগের ভূমির উপর দিয়ে প্রবাহমান ২/৩টি ছড়া-খাল রয়েছে।চকরিয়ার ডুলাহাজারা ও লামার ফাঁসিয়াখালী ইউপিস্হ অবৈধ কিছু বালুখেকোরাই ওই ছড়া/খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে।পরে ডাম্পার গাড়ী যোগে তা পাচার করে প্রতিনিয়ন।
সাধারণ জনগণ ও স্হানীয় সংবাদকর্মীদের অজস্র অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে বালুভর্তি এই গাড়ীটি জব্দ সহ চালককের সহকারী এক ব্যক্তিকে আটক করেন সংশ্লিষ্ট ডুলাহাজারা ভারপ্রাপ্ত বিটকর্মকর্তা অবনি কুমার।জনগণের সামনে চালককের সহকারীকে আটক করে,রেঞ্জ কার্যালয়ে এনে মোটা অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ স্হানীয়দের।বালু উত্তোলন ও পাচারের বিষয়ের নীরব থাকা প্রশাসনের অভিযানে বালুভর্তি ডাম্পার গাড়ী জব্দ সহ চালককের এক সহকারী আটকের পরে ছেড়ে দেওয়া এ কেমন নাটক বলে প্রশ্ন তুলেন স্হানীয়রা।
এবিষয়ে ভারপ্রাপ্ত বিটকর্মকর্তা অবনি কুমার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চা-বাগান এলাকা থেকে গাড়ীটি জব্দ করি।জব্দ করার পূর্বে অভিযান টের পেয়ে চালক পালিয়ে গেছে।তবে চালকের সহকারী লোক আটকের কথা অস্বীকার করেছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর