জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেন থানা পুলিশ।
সোমবার(২০ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কে উপজেলার ডুলাহাজারা বনবিভাগের চেকগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পাচারকারী-মোঃ জুবায়ের (৩৬) জেলার উখিয়া উপজেলার পানবাজার-বালুখালীর ৮নং ক্যাম্পের ১০ব্লকের মৃত জাফর আহমদের ছেলে।তার ব্লকের মাঝি হলেন-হাসিম উল্লাহ।
এবিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার জানান,সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজরা বন বিভাগের চেকগেট এলাকায় শ্যামলী পরিবহন গাড়ি তল্লাশী করা হয়।এসময় ২হাজার পিস ইয়াবাসহ জুবায়ের নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।একইদিন বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর করে,আদালতে সোপর্দ্দ করা হয়েছে।