বিডি পতিবেদক :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘আরসা ও আরএসও’ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে; এতে গুলিবিদ্ধ হয়েছে দুই রোহিঙ্গা শিশু।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হল- উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকের বাসিন্দা ওবাইদুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আশ্রয় শিবিরটির একই এলাকার আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার দুপুরে উখিয়ার বালুখালী ৮ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’ সদস্যরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।
” পরে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে বালুখালী ৮-ডব্লিউ ক্যাম্পের এমএসএফ হাসপাতালে আনা হয়। এসময় তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ”
ওসি বলেন, বর্তমানে রোহিঙ্গা আশ্রয় শিবিরের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।