শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

‘আরসা ও আরএসও’ এর মধ্যে গোলাগুলির ঘটনায় ২ শিশু গুলিবিদ্ধ

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

বিডি পতিবেদক :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘আরসা ও আরএসও’ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে; এতে গুলিবিদ্ধ হয়েছে দুই রোহিঙ্গা শিশু।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হল- উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকের বাসিন্দা ওবাইদুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আশ্রয় শিবিরটির একই এলাকার আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার দুপুরে উখিয়ার বালুখালী ৮ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’ সদস্যরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।
” পরে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে বালুখালী ৮-ডব্লিউ ক্যাম্পের এমএসএফ হাসপাতালে আনা হয়। এসময় তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ”
ওসি বলেন, বর্তমানে রোহিঙ্গা আশ্রয় শিবিরের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর