বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় এক হত্যা মামলার ওয়াররেন্টভূক্ত আসামী বিএনপির নেতা লক্ষ্যারচর সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত-নূের মোহাম্মদ মানিক,উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ঠান্ডা মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির আহবায়ক।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে চকরিয়া পৌরশহরে বিএনপির নাশকতা চলাকালে গুলিতে জাকের হোসেন নামে বিএনপির এক কর্মী নিহত হয়। ওই হত্যা মামলায় নূর মোহাম্মদ মানিক আসামী ছিলেন।
তিনি এতদিন জামিনে থাকলেও আদালতে নিয়মিত হাজির না থাকায় আদালতের তার বিরুদ্ধে ফের গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,নূর মোহাম্মদ মানিককের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।তাই তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।