জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় কার্গো সার্ভিস গাড়ী দিয়ে বাঁশ পাচারকালে ফাঁসিয়াখালী রেঞ্জের অধিন ডুলাহাজারা বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি কুমার গাড়ীটি আটক করেছেন।এসময় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ ফ্রেরুয়ারী) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মালুমঘাট ষ্টেশন থেকে গাড়ীটি আটক করা হয়।
কার্গো সার্ভিস গাড়ীটি আটকের বিষয় নিশ্চিত করেন,ভারপ্রাপ্ত বিটকর্মকর্তা অবনি কুমার।তিনি বলেন-কার্গো সার্ভিস গাড়ী দিয়ে টাঙ্গাইল থেকে অবৈধ ভাবে টেকনাফের হৃীনার রোহিঙ্গা ক্যাম্পের পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীটি থামিয়ে তল্লাশী করি।এসময় বাঁশগুলো দেখে বাঁশসহ গাড়ীটি জব্দ করি।যার গাড়ী নং-ঢাকামেট্রো ট-২০-১০৩৮।এসময় গাড়ীর চালক ও হেলপারকে আটক করা হয়।কারণ তারা সরকারী অনুমোদন বিহীন,টেক্স বা কর না দিয়ে চুরি করে অভিনব কায়দায় বাঁশগুলো পাচার করছেন।অবৈধ বাঁশ বহনের দায়ের গাড়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।তবে জব্দকৃত বাঁশ আর গাড়ী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছেন বলে জানান।