শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজারে পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেফতার ২

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ও প্রতারক চক্রের ২ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত টিআরসি পরীক্ষার্থী হারুন অর রশীদ রোল ৭১১০১৩০ এর প্রবেশপত্র, তিনটি মোবাইলফোন, বিভিন্ন কাগজপত্রাদি উদ্ধারসহ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দীন মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন৷

ডিবির ওসি জানান, নিয়োগ পরীক্ষা যেন প্রশ্নবৃদ্ধ এবং কোন পরীক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিতে না পারে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনা ছিল৷

ওসি আহমেদ নাসির জানান, সোমবার কক্সবাজার মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) লিখিত পরীক্ষায় হারুন অর রশীদের (রুল নং ৭১১০১৩০) ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে তানজিম উদ্দিন তাহের বাবলা৷ প্রবেশপত্রসহ সকাল ১০টায় পরীক্ষার হলে প্রবেশ করার সময় হাতেনাতে গ্রেফতার হয়৷

গ্রেফতার তানজিম উদ্দিনকে ব্যাপক জিজ্ঞেসাবাদ করলে সে প্রতারক চক্রের আরেক সদস্যের বিষয়ে তথ্য দেন৷ তার তথ্য মতে কক্সবাজারের আবাসিক হোটেল আল হেরা’র ৩২৫ নং কক্ষ থেকে একরাম হোসেন নামে আরেকজনকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার একরাম এর কাছ থেকে টিআরসি পরীক্ষার্থী হারুন অর রশীদ রোল ৭১১০১৩০ এর প্রবেশপত্র, তিনটি মোবাইলফোন, বিভিন্ন কাগজপত্রাদি উদ্ধারসহ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, কুতুবদিয়া লেমশীখালী হাবীব হাজির পাড়ার আবু তাহের’র ছেলে তানজিম উদ্দিন তাহের বাবলা (২০), একই উপজেলার ছিদ্দিক হাজির পাড়ার ছাবের আহমেদ’র ছেলে একরাম হোসেন (২৪)৷

ডিবির ওসি জানান, প্রতারক চক্রের সদস্য একরাম হোসেন এর সহোদর বড় ভাই সাইফুল ইসলাম প্রকাশ সায়েম, প্রক্সি পরীক্ষার্থী মিরাজ, পলাতক পরীক্ষার্থী হারুন অর রশীদসহ চক্রের অন্যান্য সদস্যগণ পালিয়ে যায়৷

প্রাথমিক অনুসন্ধানে চক্রের মূল হোতা সাইফুল ইসলাম প্রকাশ সায়েম তার সহোদর ভাই একরাম হোসেনদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় ফটোশপের মাধ্যমে প্রার্থীদের ছবি ও স্বাক্ষর এবং নিয়োগকারী কর্তৃপক্ষের স্বাক্ষর জালিয়াতি করে আসছে৷

কিছু বিপদগামী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক প্রলোভনের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ব্যবহার করে আর্থিক ফায়দা নিচ্ছে বলে জানাগেছে৷ প্রতারক চক্রের প্রধান হোতা সায়েমসহ অন্যান্য সদস্যদের শনাক্ত করে আটকের প্রক্রিয়া অব্যাহত আছে৷ আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবির ওসি৷

কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজারে পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় ২ হাজার আটশত ৩২ জন পরীক্ষার্থী আবেদন করেন৷ প্রাথমিক ও শারীরিক বাছাইয়ের পর ৬৭৩ জন লিখিত পরীক্ষা দেন৷


আরো বিভিন্ন বিভাগের খবর