জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ৫ হাজার ২শত পিস ইয়াবাসহ শেকাব উদ্দিন(৩০) নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ।
শুক্রবার(১৭ মার্চ) সকাল ১১টা ৪৫মিনিটের সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্হ ডুলাহাজারা ইউনিয়নের রিংভং চেকপোস্টের সামনে গাড়ী তল্লাশী করে,তাকে আটক করা হয়।
আটক-শেকাব উদ্দিন(৩০) কক্সবাজারের পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত মফজল আহমদের ছেলে।
এবিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার(এসআই) রাজিব চন্দ্র সরকার জানান,শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারাস্হ বনবিভাগের রিংভং চেকপোস্টের সামনে চকরিয়ামূখি যাত্রীবাহী একটি মাইক্রোবাস গাড়ী তল্লাশী করা হয়।এসময় ৫হাজার ২শত পিস ইয়াবাসহ শেকাব নামের একযাত্রীকে উপস্হিত সকলের সামনে আটক করা হয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।