বিডি প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ ২০ ঘন্টা পরও উদ্ধার হয়নি; তবে উদ্ধারে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর অভিযান চলছে।
এদিকে অপহৃতের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনো দূর্বৃত্তরা মোটা অংকের টাকা দাবির অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার।
অপহৃত মোহাম্মদ ছৈয়দ (৪০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার মো. মুন্সি মিয়ার ছেলে।
রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার স্থানীয় ফসলি ক্ষেতে কাজ করার সময় মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে মোহাম্মদ ছৈয়দকে তুলে নিয়ে যায়। পরে দূর্বৃত্তরা মোবাইল ফোনে স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।
অপহৃতের স্ত্রী হাসিনা বেগম বরাতে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর থেকে তার স্বামীকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পায়নি। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘটনার ব্যাপারে অবহিত করেন।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ” এদিকে ঘটনার একদিনের বেশী সময় পর সোমবার দুপুরে অজ্ঞাত দূর্বৃত্তরা অপহৃতের স্ত্রীর মোবাইল ফোন নম্বরে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। এ নিয়ে তিনি এক লাখ টাকা দেওয়ার কথা দিলেও দূর্বৃত্তরা রাজী হয়নি। ”
এরপর থেকে দূর্বৃত্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় আর কথা বলা সম্ভব হয়নি বলে জানান মোহাম্মদ আলী।
এ ব্যাপার পরিদর্শক নাছির উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পাশাপাশি র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে চালাচ্ছে। ঘটনার একদিনের বেশী সময় পরও অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে মোবাইল ফোনে মুক্তিপণ দাবির বিষয়টি অবহিত নন বলে জানান তিনি।