শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

কক্সবাজারে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালন

নিউজ রুম / ৬৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন এই স্লোগানে মঙ্গলবার কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।
দিবসটি পালন উপলক্ষে, কক্সবাজার বন বিভাগ, চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সুফল প্রকল্প নানা কর্মসূচি গ্রহণ করে।
মঙ্গলবার সকালে কক্সবাজার বন ভবন থেকে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বন ভবনে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগ, সুফল প্রকল্প এবং প্রকৃত জীবন ফাউন্ডেশন যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
কক্সবাজার উত্তর বন্ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলম। আন্তর্জাতিক বন দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নেকম ইকো- লাইফ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক ড. মোঃ শফিকুর রহমান, দ্যা ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ পোষ্টের প্রতিনিধি সরওয়ার আজম মানিক, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু, সাংবাদিক আবু সায়েম, মেহেরগোনা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ রহমান, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা প্রমুখ।
আলোচনা সভায়, বন বিভাগের বিভিন্ন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, বিভিন্ন অফিসের স্টাফ সহ বন সংশ্লিষ্ট নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর