শিরোনাম :
কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

দীর্ঘদিন পর উদ্বোধন হলো জেলা প্রশাসক কার্যালয়ের পরিত্যক্ত পাবলিক টয়লেট; খুশি সাধারণ মানুষ

নিউজ রুম / ৬৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

সুমন আহসান :
কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের নীচতলায় দীর্ঘদিন ধরে ব্যবহারের অনপোযোগী অবস্থায় পড়ে থাকা ৩টি ওয়াস ব্লক নতুনভাবে সংস্কার করে দেয়া হয়েছে। ফলে এখন থেকে এসব টয়লেট ব্যবহার করতে পারবেন দূর দুরান্ত থেকে আসা বিচারপ্রার্থী এবং কক্সবাজারের সাধারণ মানুষ।
সকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এসব ওয়াশ ব্লক শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভার উদ্যোগে আন্তর্জতিক দাতা সংস্থা ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় এই ওয়াশ ব্লকগুলো আধুনিকভাবে সংস্কারের মাধ্যমে সম্পুর্ণ ব্যবহার যোগ্য করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সরকারের উন্নয়ন সহযোগিতা সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
এর আগে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক ভবনে ব্যবহার উপযোগী ওয়াশ রুম না থাকায় বিব্রতকর অবস্থায় পরতেন অসংখ্য নারী পুরুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.নাসিম আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ প্রতিনিধি মোহাম্মদ আলী, ইউনিসেফ এর ওয়াস অফিসার সাজেদা বেগম এবং ডিএসকে এর পরিচালক (ওয়াশ) আব্দুল হাকিম বক্তব্য রাখেন।
উদ্বোধন পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটক এবং শহরের ব্যস্ততম এলাকায় পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে বাস্তবায়নাধীন আরবান ওয়াশ প্রকল্পের মাধ্যমে পাবলিক টয়লেট নির্মাণের নকশা উপস্থাপন করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর জিওবি আরবান ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো.শরীফ উল্লাহ ভুঁইয়া।
এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন


আরো বিভিন্ন বিভাগের খবর