শিরোনাম :
কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

বন ও পরিবেশ বাঁচায় আমাদেরকে : আমরা বাঁচাবো বন ও পরিবেশকে

নিউজ রুম / ৫২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

নুরুল আলম :
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এর আওতাধীন এর অর্থায়নে বন, পাহাড়, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় যুব সম্প্রদায়ের সক্ষমতা অর্জনে ৩০ এপ্রিল ২০২৩ পরিবেশ ক্লাব ও বন সংরক্ষণ ক্লাবের সদস্যদের অভিজ্ঞতা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন জনাব ডঃ শফিকুর রহমান, উপ পরিচালক নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপক শর্মা দিপু, সভাপতি, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ; কক্সবাজার; নেকম ইকো লাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ম্যানেজার আবদুল কাইয়ূম; সাইট অফিসার মোজাহারুল আলম মুকুট; হিমছড়ির বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন। এছাড়া পরিবেশ ও বন সংরক্ষণ ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন তাওফীক মুনতাকিম, উরোবা রোবা, শাহদল মোস্তফা ও নাফিসা নওসিন। সবাই বন সংরক্ষণে তরুনদের ভূমিকা ও ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা করেন।
অতপর নুনিয়ারছড়া ম্যানগ্রোভ বন , হিমছড়ির পেঁচার দ্বীপ কচ্ছপ হ্যাচারী, এবং হিমছড়ি জাতীয় উদ্যান পরিভ্রমণ করেন।
পরিবেশ ক্লাবের সকল সদস্যরা নিজ হাতে প্রায় ১৫০ টি কাছিমের বাচ্চা অবমুক্ত করেন।
এছাড়া বক্তারা বন,পরিবেশ, পাহাড় ও জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুদ্বারোপ করেন।
চকরিয়া ও হিমছড়ি সাইটের ২৫ টি পরিবেশ ক্লাব ও বন সংরক্ষণ ক্লাব এর সদস্যরা এই শিক্ষণীয় পরিভ্রমনে অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর