নুরুল আলম :
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এর আওতাধীন এর অর্থায়নে বন, পাহাড়, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় যুব সম্প্রদায়ের সক্ষমতা অর্জনে ৩০ এপ্রিল ২০২৩ পরিবেশ ক্লাব ও বন সংরক্ষণ ক্লাবের সদস্যদের অভিজ্ঞতা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন জনাব ডঃ শফিকুর রহমান, উপ পরিচালক নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপক শর্মা দিপু, সভাপতি, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ; কক্সবাজার; নেকম ইকো লাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ম্যানেজার আবদুল কাইয়ূম; সাইট অফিসার মোজাহারুল আলম মুকুট; হিমছড়ির বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন। এছাড়া পরিবেশ ও বন সংরক্ষণ ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন তাওফীক মুনতাকিম, উরোবা রোবা, শাহদল মোস্তফা ও নাফিসা নওসিন। সবাই বন সংরক্ষণে তরুনদের ভূমিকা ও ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা করেন।
অতপর নুনিয়ারছড়া ম্যানগ্রোভ বন , হিমছড়ির পেঁচার দ্বীপ কচ্ছপ হ্যাচারী, এবং হিমছড়ি জাতীয় উদ্যান পরিভ্রমণ করেন।
পরিবেশ ক্লাবের সকল সদস্যরা নিজ হাতে প্রায় ১৫০ টি কাছিমের বাচ্চা অবমুক্ত করেন।
এছাড়া বক্তারা বন,পরিবেশ, পাহাড় ও জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুদ্বারোপ করেন।
চকরিয়া ও হিমছড়ি সাইটের ২৫ টি পরিবেশ ক্লাব ও বন সংরক্ষণ ক্লাব এর সদস্যরা এই শিক্ষণীয় পরিভ্রমনে অংশগ্রহণ করেন।