শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

নিউজ রুম / ৯৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
বর্ষার বৃষ্টিপাত শুরুর সাথে সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় এখন পর্যন্ত অনেক কম। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত বছর মারা গেছে ৩০ জন রোহিঙ্গা। এ বছর মারা গেছে ৩ জন।
গত বছরের জুলাই পর্যন্ত আক্রান্তদের সংখ্যা ছিল ৯৩৭৯ জন। এবছরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫৪৮ জন। ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক কার্যক্রম চলছে ক্যাম্পগুলোতে।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বসতি। এই মৌসুমে বৃষ্টিপাত শুরুর সাথে সাথে ক্যাম্পগুলোতে চোখ রাঙ্গাতে শুরু করে ডেঙ্গু। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগ ও জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী রয়েছে উখিয়ার তিন নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে। এ ক্যাম্পের বাসিন্দা মিয়ানমারের আকিয়াব থেকে আশা রোহিঙ্গা হাফেজ আব্দুর রহমান বলেন, তার পরিবারের তিন সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্যাম্পের হাসপাতালে ভর্তি আছেন। প্রথমে তারা বুঝতে পারেননি। কিন্তু স্বাস্থ্য কর্মীদের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি হয়।
৪ নাম্বার ক্যাম্পের বাসিন্দা মাওলানা দলিলুর রহমান বলেন, তার মেয়ের জ্বর হওয়ার পর তিনি পানিপড়া খাওয়ান। পরে জ্বর ভালো হচ্ছে না দেখে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার মেয়ে ক্যাম্পের ভেতরে থাকা ফিল্ম হাসপাতলে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজা পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর পাশাপাশি স্থানীয়দের মাঝে যাতে এই ডেঙ্গু ছড়িয়ে না পড়ে সেজন্য পুরো এলাকায় নানাভাবে সচেতনতা কার্যক্রম চলছে।
কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফয়সাল জানান, গতবছর রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বেশি ডেঙ্গু রোগী পাওয়ার পর ঢাকা থেকে একদল গবেষক আসেন এখানে। গবেষক দলটি তিন নাম্বার ক্যাম্পে একটি বড় পরিত্যক্ত জলাশয়ে বেশ কিছু লাভা পান। এই জলাশয় থেকে মূলত তিন নাম্বার ক্যাম্পে গত বছর ও এই বছর ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বলে গবেষক দলটি জানিয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করেন শরণার্থী প্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডাক্তার আবু তোহা বলেন, উখিয়ার, ৩.৪. ১ ডাব্লিও ১৭ নাম্বার ক্যাম্পে ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে। তবে আমরা স্বাস্থ্যকর্মীদের দিয়ে তাদেরকে নানাভাবে সচেতন করছি।
কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার বিপাশ খিসা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বছর ৩০ জন রোহিঙ্গা মারা যায়। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছে তিনজন রোহিঙ্গা। গত বছর জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ছিল ৯৩৭৯ জন। এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫৪৮ জন। সিভিল সার্জন বলেন, আমরা চেষ্টা করছি রোহিঙ্গাদের সচেতন করার জন্য।
কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফয়সাল জানান, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প ৭৩ টি হেলথ পোস্ট, ৪৫টি প্রাথমিক হেলথ সেন্টার ও ৮ টি পিল্ড হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, গত বছর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ক্যাম্পের ভেতর নানা সচেতনতামূলক সভা, নানা প্রকার লিফলেট দেওয়ার পাশাপাশি বার্মিজ ভাষাসয় মাইকিং করা হয়। ক্যাম্পের সেকেন্ডারি হেল্প গুলোতে মশারি সহ আলাদা ডেঙ্গু বেড নিশ্চিত করা হয়। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগ ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি নানা সংস্থা ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে রোহিঙ্গাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তবে বৃষ্টি বেড়ে যাওয়ার সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ডেঙ্গু আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণ রক্ষার জন্য এদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী এসব রোহিঙ্গাদেরকে মানবিক কারণে উখিয়া টেকনাফের ৩৪ টি ক্যাম্পে আশ্রয় দেয়।


আরো বিভিন্ন বিভাগের খবর