শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা

নিউজ রুম / ৮৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার “দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের” জিপিএ৫ প্রাপ্ত ২২ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকালে সাবেক শিক্ষা কর্মকর্তা “মোহাম্মদ মনিরুল হক ক্যান্সার ফাউন্ডেশনের” উদ্যেগে ঐতিহ্যবাহী দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় সভা কক্ষে ক্রেষ্ট প্রদা করা হয়েছে।
দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাসুদ করিম সাজুর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক নারীনেত্রী সনি আক্তার সুচি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল হক ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য মোর্শেদ আলম, সদস্য মোহাম্মদ আল-মামুন, দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক দানিস, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটিরব অভিভাবক সদস্য আব্দুর রহমান, ইব্রাহিম খলিল উল্লাহ শিপন, ইকবাল হোসেন, তারেকুল ইসলাম,খালেদা মুনমুন দীপ্তি, আব্দুল ওদুদ মোল্লা, নাছির উদ্দিন, এজাদ আহমেদ, জাকিয়া সুলতানা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সঞ্চলনায় ছিলেন,দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
এসময় বক্তারা বলেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই, যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়। যা কেবল ইন্ধন দেয় না, আলো দেয়।
শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এরই ধারাবাহিকতা বজায় রাখতে দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি নজর রাখতে হবে। এই মেধাবী সম্মাননা প্রধান কার্যক্রম ধারাবাহিক আয়োজন করলে শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর