জিয়াউল হক জিয়াঃ
সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার হওয়া অবৈধ বালি আর মাটি ভর্তি ট্রাক ও ডাম্পার গাড়ী চলাচল বন্ধ করতে উপজেলা প্রশাসন এবং বনবিভাগ যৌথভাবে ফাঁসিয়াখালী রেঞ্জাধিন বনের বিভিন্ন পয়েন্টের তৈরীতো সড়কগুলো পিলার দিয়ে ব্লক করা হলো।পাশাপাশি জনসচেতনতা মুলক সর্তকবাণী সাইনবোর্ড স্হাপন করা হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত সড়ক ব্লক আর সাইনবোর্ড টাঙানোর কাজ করা হয়।
সড়ক ব্লক আর সাইনবোর্ড টাঙানো সহ নির্ণামাধিন বাড়ী উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান।
এবিষয়ে ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান,রেঞ্জাধিন ফাঁসিয়াখালী বনবিটের অধিন উচিতারবিল ও ডুলাহাজারার পাগলির বিলে অবৈধ পাহাড় কাটা,বালি উত্তোলন,নতুন ঘর নির্মাণ ঠেকাতে অনেক অভিযান চালানো হয়।তবু বনখেকোরা নানান কৌশলে এসব কাজে লিপ্ত থাকে।তাই আজ উচিতার বিল আর পাগলিরবিলের বিভিন্ন সড়কে পিলার দিয়ে ব্লক করে দিয়েছে।সেই সাথে সচেতনতা মুলক সাইনবোর্ড স্হাপন করে দিয়েছে।যাতে করে মাটি আর বালি ভর্তি ট্রাক ও ডাম্পার যেন চলাচল করতে না পারে।এসব পিলারে যারা আঘাত করবে।তাদেরকে বিরুদ্ধে তড়িৎগতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসময় উচিতার বিলে নির্ণামাধিন একটি কাঁচা বাড়ী উচ্ছেদ করেছি।অভিযানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান মহোদয়ের উপস্থিতিতে করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এসময় দুই বনবিটের ফরেষ্টার,সঙ্গী স্টাপ,আনসার,ভিলেজার,হেডম্যানেরা উপস্থিত ছিলেন।