শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

পিলার দিয়ে ব্লক করল সড়কঃট্রাক-ডাম্পার চলাচল বন্ধ:সাইনবোর্ড স্হাপন

নিউজ রুম / ৭৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার হওয়া অবৈধ বালি আর মাটি ভর্তি ট্রাক ও ডাম্পার গাড়ী চলাচল বন্ধ করতে উপজেলা প্রশাসন এবং বনবিভাগ যৌথভাবে ফাঁসিয়াখালী রেঞ্জাধিন বনের বিভিন্ন পয়েন্টের তৈরীতো সড়কগুলো পিলার দিয়ে ব্লক করা হলো।পাশাপাশি জনসচেতনতা মুলক সর্তকবাণী সাইনবোর্ড স্হাপন করা হয়েছে।

বুধবার (৩০ আগষ্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত সড়ক ব্লক আর সাইনবোর্ড টাঙানোর কাজ করা হয়।

সড়ক ব্লক আর সাইনবোর্ড টাঙানো সহ নির্ণামাধিন বাড়ী উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান।

এবিষয়ে ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান,রেঞ্জাধিন ফাঁসিয়াখালী বনবিটের অধিন উচিতারবিল ও ডুলাহাজারার পাগলির বিলে অবৈধ পাহাড় কাটা,বালি উত্তোলন,নতুন ঘর নির্মাণ ঠেকাতে অনেক অভিযান চালানো হয়।তবু বনখেকোরা নানান কৌশলে এসব কাজে লিপ্ত থাকে।তাই আজ উচিতার বিল আর পাগলিরবিলের বিভিন্ন সড়কে পিলার দিয়ে ব্লক করে দিয়েছে।সেই সাথে সচেতনতা মুলক সাইনবোর্ড স্হাপন করে দিয়েছে।যাতে করে মাটি আর বালি ভর্তি ট্রাক ও ডাম্পার যেন চলাচল করতে না পারে।এসব পিলারে যারা আঘাত করবে।তাদেরকে বিরুদ্ধে তড়িৎগতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসময় উচিতার বিলে নির্ণামাধিন একটি কাঁচা বাড়ী উচ্ছেদ করেছি।অভিযানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান মহোদয়ের উপস্থিতিতে করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এসময় দুই বনবিটের ফরেষ্টার,সঙ্গী স্টাপ,আনসার,ভিলেজার,হেডম্যানেরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর