শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩১৫ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা

নিউজ রুম / ৫৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব চলছে ৩১৫ টি মন্ডপে। মন্ডপে মন্ডপে চলছে পূজা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভুরু মন্ডল আর আশপাশের এলাকা জুড়ে আলোকসজ্জা করা হয়েছে।

আজ রবিবার রাত ৮ টায় কক্সবাজারের চকরিয়ার সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মন্ডপ পরিদর্শন করেছেন চাকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হানিফ, কাউন্সিলর বেলাল, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, পূজা কমিটির নেতা সুজিত দাশ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, চকরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় হরিমন্দির দূর্গা উৎসব কমিটির সভাপতি ডা. অসীম কান্তি দে, সাধারণ সম্পাদক ডাবলু কান্তি দাশ, সুজিত কান্তি দাশ, রিপন বসাক, তন্ময় চৌধুরী প্রমুখ। চকরিয়ার পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সম্প্রদায়িক বাংলাদেশের যার যার ধর্ম সে পালন করবে। আমরা দুর্গ উৎসবে সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি। সনাতন সম্প্রদায়ের লোকজন উৎসাহ উদ্দীপনা নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর