সাকলাইন আলিফ :
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি
স্লোগানে কক্সবাজারের চকরিয়াতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় চকরিয়া থানা প্রাঙ্গণ থেকে একটি বনাট্য রেলি বের করা হয়। রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার থানায় গিয়ে শেষ হয়।
চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ। উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় আলোচনা সভায় নানা শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।