জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্হ বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের বন্যপশু চিকিৎসালয়ের আইসোলেশন যেন বাঁশখালী থেকে উদ্ধার করে আনা অসুস্থ হাতির শাবকটির জীবন বাঁচানোর আর্শিবাদ স্হান।উদ্ধার হওয়া এক মাস বয়সী অভিভাবকহীন হাতি শাবকটি দীর্ঘ ২২দিন আইসোলেশনে রেখে কর্মরত চিকিৎসকের চিকিৎসার ফলে সুস্হতায় মূখে হাসি ফুটেছে।সরেজমিনে গেলে এমনটাই জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। গত ১৮ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের,বাঁশখালী রেঞ্জাধিন সংরক্ষিত বনে হাতির বাচ্চাটি কাদায় আটকা পড়ে।পরে হাতির একটি পাল বাচ্চাটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে নিজ গন্তব্যে ফিরে যান।এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাবকটি উদ্ধার করে পার্কে নিয়ে এসেছিলন। হাতি পরিচর্যাকারী মাহুত বীর সেন চাকমা জানান,এখন শাবকটি সম্পূর্ণ সুস্হতার পথে। বর্তমানে শাবকটি খাবার খাচ্ছে।তার হারিয়ে ফেলা জন্মদানকারী মায়ের জন্য কাঁদছেনা। সার্ফারী পার্কের কর্মরত শাবকটির চিকিৎসক ডাঃ জুলফিকার আহমেদ জানান, চিকিৎসাধিন শাবকটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন আছে, তার চিকিৎসা চলছে।এখন সুস্হতায় ফিরে পাওয়া জীবনের আলোর মূখ দেখছেন।অল্প দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। সার্ফারী পার্কের কর্মরত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,বাঁশখালী থেকে আনা অসুস্থ শাবকটি এখন সুস্থ হয়ে উঠেছে।সার্বক্ষণিক শাবকটির চিকিৎসা আর দেখাশোনার লোক নিয়োজিত রয়েছেন। এদিকে গত বছরের ১০মার্চ টেকনাফের শাপলাপুর বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতির শাবকটি এখন বড় হয়েছে। তাকে প্রশিক্ষণ শেষে হাতির বেষ্টনীতে রাখা হবে বলে জানান তিনি।