বিডি প্রতিবেদক :
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ১১ মার্চ সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হতে যাচ্ছে।
আরব নিউজ জানিয়েছে, রোববার ১০ মার্চ সন্ধ্যায় দেশটির সুদাইর ও আল-হারিকে অঞ্চল থেকে রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আজ সোমবার থেকে সৌদি আরবে রমজান পালিত হবে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং কাতারেও রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সেসব দেশেও সোমবার থেকে রমজান শুরু হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে সৌদি আরবের একদিন পর থেকে রোজা পালন করা হয়। সেই হিসেবে ১২ তারিখ মঙ্গলবার থেকে বাংলাদেশ পবিত্র রমজান মাস শুরু হবে।