শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১৭ তম অটিজম সচেতনতা  দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
প্রধান অতিথি মুহাম্মদ শাহীন ইমরান বলেন, অটিজমরা সমাজের কোন বোঝা নয়। তাদের সমাজে সম্পদে পরিণত করতে হবে। তাদের পাশে থেকে লেখাপড়ায় উৎসাহ দিতে হবে।
মুহাম্মদ শাহীন ইমরান আরও উল্লেখ করে বলেন, বর্তমান সরকার অটিজমসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় অত্যন্ত সংবেদনশীল। প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা নিরুপণে “প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ-২০১৩ সম্পন্ন করেছে সমাজসেবা অধিদপ্তর। সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে অটিজমসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং মর্যাদা সংরক্ষণ করার বিষয় সুনিশ্চিত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু করেছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, পালস এর নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী খোকা, ইন্জিনিয়ার কানল পাল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক শফি উদ্দিন।
আলোচনা সভার শুরুতে বেলুন উড়িয়ে কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, অরুণোদয় স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর