শিরোনাম :
উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার

আইসিসি ট্রফি কক্সবাজার সৈকতে

নিউজ রুম / ১০৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে গেল বিশ্বের দীর্ঘতম সমুদ্কর  সৈকত থেকে।  কক্সবাজার সৈকতে চলে প্রদর্শনী।
মঙ্গলবার সন্ধ্যায় এই ট্রফিটি কক্সবাজারে পৌঁছে।
বুধবার সকালে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্ট সংলগ্ন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে প্রদর্শন করা হয়। সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত উন্মুক্ত রাখা হয় পর্যটক সহ সবার জন্য।
এই ট্রফিটি প্রদর্শনী উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
সাধারণ ক্রীড়া প্রেমী ও কক্সবাজার আগত পর্যটকরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দেখে খুবই আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। আইসিসি ট্রফির সাথে ছবি তুলে স্মৃতি ধারণ করে রাখেন অনেকেই। আহত পর্যটকরা বলেন, এটা আমাদের জন্য বাড়তি পাওয়া।
প্রদর্শনী টির আশপাশে টুরিস্ট পুলিশ ও রেপিড একশন ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টি বুধবার সকালে কক্সবাজার সৈকতে আনার পর বিভিন্ন পয়েন্টে ছবি ধারণ করা হয়।
আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানী ‘ডিপি ওয়ার্ল্ডে’ এর তত্ত্বাবধানে ট্রফিটির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আইসিসি টুর্ণামেন্টের সর্বশেষ আয়োজক দেশ পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটি প্রদর্শনের অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষে গত ২৬ নভেম্বর ট্রফিটি নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। গত ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের আতিথ্যে বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শিত হয়। এরপর শুরু হয় ট্রফিটির বাংলাদেশ সফর পর্ব। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শন করা হবে।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে আইসিসি ট্রফি প্রদর্শনকে ঘিরে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা। বিকালের মধ্যেই ট্রফিটি প্রদর্শন শেষে ঢাকায় নিয়ে যাওয়া হবে জানিয়েছেন আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা।

সমুদ্র সৈকতে প্রদর্শনীর পর মেরিন ড্রাইভ সড়কে আইসিসি ট্রফি নিয়ে কিছু চিত্রধারণ করা হয়। সন্ধ্যায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কক্সবাজার থেকে নিয়ে যাওয়া হয় ঢাকায়।
ট্রফি প্রদর্শনের আয়োজক সংশ্লিষ্টরা বলেছেন, ঢাকায় অবস্থানরত উৎসুক দর্শনার্থীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখার সুযোগ পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেইদিন সর্বসাধারণের দর্শনের জন্য রাখা হবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ওইদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর