বিডি প্রতিবেদক :
সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটির আয়োজনে সুষ্টু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১০ টা থেকে কক্সবাজার জেলা পরিষদ হল রুমে অনুষ্টিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজিত দাশ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেস সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থাকে কখনো কেউ যেন প্রশ্ন বিদ্ধ করতে না পারে,কোন ক্ষমতাসীন দল বা সরকার যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে জনগণের মতামতের প্রতিফলন যাতে নির্বাচনের মাধ্যমে উঠে আসে সেরকম একটি স্থায়ী নির্বাচন ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠা দরকার। স্বাধীনতার এত বছর ও পরও সুষ্টু নির্বাচন নিয়ে কেন মানুষের মনে প্রশ্ন থাকবে ? কেন নির্বাচনে সেনাবাহিনী বা আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করতে হবে? বিগত সময়ে নির্বাচনী ব্যবস্থায় জনগণের মতামতের প্রতিফলন হয়নি। আগামীতেও যাতে সেই অবস্থার মধ্যে পড়তে না হয় সে জন্য নির্বাচন কমিশনকে সম্পুর্ণ স্বাধীন এবং ক্ষমতায়ীত করা প্রয়োজন। যদিও এখনো সুষ্টু নির্বাচনের অনেক প্রতিবন্ধকতা এখনো লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে রাজনৈতিক দল গুলোর ভেতরে শুধু নিজের পক্ষে গেলে সব ভাল না হয় সব খারাপ সেই চিন্তা পরিহার করতে হবে। সর্বপরি সামনে একটি গ্রহনযোগ্য নির্বাচন না হলে দেশের আরো সংকট বাড়বে বলে মত দেন বক্তারা। এতে কক্সবাজার দুপ্রক সভাপতি প্রফেসর সানাউল্লাহ,সাবেক জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন,সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন,সাবেক কাস্টম কর্মকর্তা আবছার উদ্দিন,সিনিয়র সাংবাদিক এইচ এম এরশাদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল মো: শামসুল হুটা টাইডেল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা,ঝিলংজা ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, নারী উদ্দ্যোক্তা নয়ন সেলিনা, সাবেক জেলা পরিষদ সদস্য হুমায়রা বেগম,শিক্ষক এম জাবের,মৌলানা মাহামুদুল্লাহ,মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকি, শিক্ষক নাজিম উদ্দিন,ফরিদুল আলম সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিত্বশীল নাগরিকরা উপস্থিত ছিলেন । অনুষ্টান সঞ্চালন করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।