বিডি প্রতিবেদক :
অনুষ্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে বিএনপির ৪ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন ও ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
গত ১১ ডিসেম্বর নির্বাচনের তপশীল ঘোষণার পরদিন থেকে সোমবার বিকাল ৩ টা পর্যন্ত এসব মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান, কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান।
তিনি জানান, নির্বাচনের তপশীল ঘোষণার পর থেকে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশাপাশ উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং অফিসারের ( ইউএনও কার্যালয় ) কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের সুযোগ রয়েছে। সোমবার বিকাল ৩ টা পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে কক্সবাজার-০১ আসন ( চকরিয়া-পেকুয়া ) থেকে সালাহউদ্দিন আহমদ ( বিএনপি ), সরওয়ার আলম কুতুবী ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) ও সাইফুল ইসলাম ( স্বতন্ত্র ), কক্সবাজার-০২ আসন ( মহেশখালী-কুতুবদিয়া ) আসন থেকে জিয়াউল হক ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ), কক্সবাজার-০৩ আসন ( সদর, রামু ও ঈদগাঁও ) থেকে লুৎফুর রহমান কাজল ( বিএনপি ) ও আমিরুল ইসলাম ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) এবং কক্সবাজার-০৪ আসন ( উখিয়া-টেকনাফ ) থেকে শাহজাহান চৌধুরী ( বিএনপি ), মোহাম্মদ আব্দুল্লাহ ( বিএনপি ) ও নুরুল হক ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহকারিদের মধ্যে কক্সবাজার-০৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হলেও প্রার্থিতা চেয়ে নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছিলেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহর কর্মি-সমর্থকরা। রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোহাম্মদ আব্দুল্লাহর কর্মি-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।