শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"remove":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রোহিঙ্গারা। সব ক্যাম্পের প্রতিটি ব্লক থেকে ৭০ জন করে রোহিঙ্গা সারিবদ্ধভাবে ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছেন। স্থানীয় রোহিঙ্গারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ নবী নামে এক রোহিঙ্গা জানান, ‘‘আমাদেরকে সীল করা টোকেন দেওয়া হয়েছে। ক্যাম্পের প্রতিটি ব্লকের একজন মাঝির (রোহিঙ্গা নেতা) নেতৃত্বে ৭০ জন করে রোহিঙ্গা ইফতারে যোগ দিতে সারিবদ্ধভাবে যাচ্ছেন।’’
তিনি আরও বলেন, “এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের মুহূর্ত, যেখানে আমরা সরাসরি জাতিসংঘের মহাসচিব ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে একত্রে ইফতার করতে পারব।”
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, “প্রতি বছর রমজানে জাতিসংঘের মহাসচিব কোনো না কোনো দেশে গিয়ে মুসলিমদের সঙ্গে ইফতার করেন। সৌভাগ্যবশত, এটি এবার বাংলাদেশে হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব দুস্থ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন এবং এর মাধ্যমে তিনি বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।”
তিনি আরও বলেন, “এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, বিশ্বের এই গুরুত্বপূর্ণ নেতা রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের দুঃখ-দুর্দশার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।”
এদিকে, ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গারা একে একে ইফতারের জন্য নির্ধারিত স্থানে যাচ্ছেন, যাতে তারা এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারেন। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে এই ইফতার মাহফিলের মাধ্যমে তাদের পাশে থাকার এবং সহানুভূতির বার্তা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর