মিয়ানমারে পাচারের পথে সিমেন্টসহ আটক ৯

নিউজ রুম / ৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কোস্ট গার্ড মিয়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ৯ চোরাকারবারীকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পূর্ব সাগর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার আটক করে। সেখানে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা মূল্যমানের ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

জব্দ ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর