জিয়াউল হক জিয়াঃ
সমিতির গঠনতন্ত্র মোতাবেক, নির্ধারিত সময়ে,শ্রমিকদের আনন্দ,উল্লাস,উদ্দিপনার মধ্যে দিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলাে খুটাখালী সিএনজি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ইং সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে,বিকেল ৪টায় শেষ হয়।পরে ভোট গণনার শেষে বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীরা।
সিএনজি সমিতির মোট ভোটার সংখ্যা-২১৮ টি।ভোট কাস্টিং হয়েছে-১৮২টি।
সমিতির যথানিয়মে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বিতীয় বারের মত বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হলেন-সাইফুল ইসলাম,পঞ্চমবারের মত বিনাপ্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি নির্বাচিত হলেন-জালাল আহমদ,বিনাপ্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন-নুরুল ইসলাম,বিনাপ্রতিদ্বন্ধিতায় সদস্য হলেন-রেজাউল করিম ও মোঃ এহেছান।
সমিতির নির্বাচনে অংশ নেন সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদক পদে।ভোটের লড়াইতে সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে-১১১ ভোট পেয়ে বিজয় হয়েছেন মোহাম্মদ এনাম।তার প্রতিদ্বন্দ্বি ভ্যান গাড়ী প্রতিক নিয়ে মোকতার আহমদ পেয়েছেন-৭১ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে টিউবওয়েল প্রতিক নিয়ে-৯৯ভোট পেয়ে বিজয় হয়েছেন-নুরুল আলম।তার প্রতিদ্বন্দ্বি বাস গাড়ী প্রতিক নিয়ে আবুল কাসেম পেয়েছেন-৮৩ভোট।এই হলো নির্বাচনী ফলাফল।
ভোট কেন্দ্রে দেখা যায়,সমিতির ভোটারেরা স্বতঃস্ফূর্ত মনে নিজেরা নিজেদের ভোট প্রদান করেছে।পরে ফলাফল ঘোষণা পেয়েও সবাই একসাথে উল্লাস করেছেন।
ভোট পরিচালনা করেন-সমিতির উপেদষ্টা বেলাল আজাদ,সাঈদ মোঃ শাহ-জালাল ও মনিরুল হক ভূট্রো।
ভোট কেন্দ্রে প্রিজাইডিংনের দায়িত্ব পালন করেন-রেজাউল করিম খান,পোলিংনের দায়িত্বে ছিলেন-খোরশেদ আলম মিন্টু ও মাওলানা আব্দুল মজিদ।
ভোট কেন্দ্র পরিদর্শন সহ সহযোগিতায় করেন,চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক-বাহাদুর হক,সাবেক মেম্বার অলি আহমদ,রানিং মেম্বার ছৈয়দ হোসেন,জিসান শাহরিয়া,ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক-আকতার কামাল প্রমূখ।