বিডি প্রতিবেদক :
এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে কক্সবাজার ডিসি কলেজ। এ বছর ডিসি কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এবার এইচএসসিতে এ কলেজে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.১৬% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ১০০%।
এইচএসসিতে নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন বলেন,’ডিসি কলেজের শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমরা বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘আমরা পাঠপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শতভাগ গুণগতমানের শিক্ষা প্রদানের চেষ্টা করেছি। মান্যবর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ সহ যাদের দিকনির্দেশনা, শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, কক্সবাজারের সুশীলসমাজসহ যারা আমাদের সমর্থন দিয়ে সহযোগিতা করছেন তাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’