শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

কক্সবাজারে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি

নিউজ রুম / ৯৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

নুরুল আলম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’রকেন্দ্রিয় ঘোষিত সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এই পদযাত্রা উপলক্ষে বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে দুপুরের পর থেকেই জড়ো হয়। পথে যাত্রা কর্মসূচিতে অংশ নিতে পুরো জেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হয়।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩ টায় শহরের শহীদ সরণীর দলীয় কার্যালয় থেকে শুরু করা হয় এই পদযাত্রার কর্মসূচি। যা আধা কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হলিডের মোড় হয়ে মোটেল শৈবালের আগে গিয়ে শেষ হয়। এই পদযাত্রা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
দুপুর ২ টা থেকে শহীদ সরণীস্থ জেলা বিএনপির কার্যালয়ে মিছিল সহকারে বিভিন্ন উপজেলা ও ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। যেখানে জেলা বিএনপির সভাপতি ও সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতি এক সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য, লুৎফুর রহমান কাজল, সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ,এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, আলহাজ রফিকুল হুদা চৌধুরী, প্রফেসর আকতার চৌধুরী, ইউসুফ বদরী সহ অন্যান্য নেতারা।

পুলিশের নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।


আরো বিভিন্ন বিভাগের খবর